ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে দুই মাদক ব্যবসায়ী আ/ট/ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট আহবায়ক এড.রুনু সদস্য সচিব শ্যামলী নানা আয়োজনে মৌলভীবাজারে এনটিভি’র ২৩ বছরে পদার্পন শ্রীমঙ্গল ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএস মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো বিএসএফ  আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রে/ফ/তা/র ইউএনডিপির স্টোরি টেলিং অ্যাওয়ার্ড জিতলেন মৌলভীবাজারের সিপন দেব গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি ATN বাংলা ইউকে প্রতিদিন হলেন মৌলভীবাজার শাওন মৌলভীবাজার সড়ক দু/র্ঘ/ট/না/য় পৌরসভার কর্মচারী নি/হ/ত

ব্রিটে‌নে কাউ‌ন্সিলর নির্বা‌চিত হওয়ায় মৌলভীবাজার পৌর মেয়রের অভিনন্দন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ১২২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক ঃ ব্রিটে‌নের স্থানীয় সরকার নির্বাচ‌নে মৌলভীবাজারের ১২ জন কাউ‌ন্সিলর নির্বা‌চিত হওয়ায় মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত সকল কাউন্সিলদের অভিনন্দন জানান।

নির্বাচিত কাউ‌ন্সিলর হ‌লেন,নিউহাম কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের  সন্তান জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপতি মু‌জিবুর রহমান জ‌সিম,একই বারার বেকটন ওয়ার্ড থে‌কে জ‌সি‌মের স্ত্রী সা‌বেক কাউ‌ন্সিলর র‌হিমা রহমান,

ইজ‌লিংটন কাউ‌ন্সিল থে‌কে সা‌বেক মেয়র মৌলভীবাজার সদর উপ‌জেলার জিলানী চৌধুরী, কা‌র্ডিফ সি‌টি কাউ‌ন্সিল থে‌কে পৌর শহ‌রের মুস‌লিম কোয়ার্টা‌রের সা‌লেহ আহমদ,লন্ড‌নের বা‌র্কিং ও ডে‌গেনহাম কাউ‌ন্সিল থে‌কে সদর উপ‌জেলার সন্তান মৌলভীবাজা‌রের খ্যাতিমান শিশু সংগঠক মু‌হিবুল আলম চৌধুরী।

এছাড়া হ্যান্স‌লো থে‌কে মু‌জিবুর রহমান, রেড‌ব্রিজ কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলর রাজনগর উপজেলার পুষ্পিতা গুপ্ত, সদর উপ‌জেলার সন্তান ও বড়‌লেখার পুত্রবধূ সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থে‌কে শ্রীমঙ্গ‌লের শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বা‌চিত হ‌য়েছেন। কা‌র্ডিফ থে‌কে পুনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের জাতীয় প‌রিষদ সদস্য মো. ফিরু‌জের মেয়ে বাব‌লিন ম‌ল্লিক ও জেস‌মিন চৌধুরী।

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্প‌তিবার (৫ মে) অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রিটে‌নে কাউ‌ন্সিলর নির্বা‌চিত হওয়ায় মৌলভীবাজার পৌর মেয়রের অভিনন্দন

আপডেট সময় ০৮:৫৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক ঃ ব্রিটে‌নের স্থানীয় সরকার নির্বাচ‌নে মৌলভীবাজারের ১২ জন কাউ‌ন্সিলর নির্বা‌চিত হওয়ায় মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত সকল কাউন্সিলদের অভিনন্দন জানান।

নির্বাচিত কাউ‌ন্সিলর হ‌লেন,নিউহাম কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের  সন্তান জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপতি মু‌জিবুর রহমান জ‌সিম,একই বারার বেকটন ওয়ার্ড থে‌কে জ‌সি‌মের স্ত্রী সা‌বেক কাউ‌ন্সিলর র‌হিমা রহমান,

ইজ‌লিংটন কাউ‌ন্সিল থে‌কে সা‌বেক মেয়র মৌলভীবাজার সদর উপ‌জেলার জিলানী চৌধুরী, কা‌র্ডিফ সি‌টি কাউ‌ন্সিল থে‌কে পৌর শহ‌রের মুস‌লিম কোয়ার্টা‌রের সা‌লেহ আহমদ,লন্ড‌নের বা‌র্কিং ও ডে‌গেনহাম কাউ‌ন্সিল থে‌কে সদর উপ‌জেলার সন্তান মৌলভীবাজা‌রের খ্যাতিমান শিশু সংগঠক মু‌হিবুল আলম চৌধুরী।

এছাড়া হ্যান্স‌লো থে‌কে মু‌জিবুর রহমান, রেড‌ব্রিজ কাউ‌ন্সিল থে‌কে বর্তমান কাউ‌ন্সিলর রাজনগর উপজেলার পুষ্পিতা গুপ্ত, সদর উপ‌জেলার সন্তান ও বড়‌লেখার পুত্রবধূ সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থে‌কে শ্রীমঙ্গ‌লের শাহা‌নিয়া চৌধুরী জে‌রিন, ক্যামডেন পেনক্রেস ও সোমার্স থেকে সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের সন্তান শাহাজান মিয়া (শাহ) নির্বা‌চিত হ‌য়েছেন। কা‌র্ডিফ থে‌কে পুনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের জাতীয় প‌রিষদ সদস্য মো. ফিরু‌জের মেয়ে বাব‌লিন ম‌ল্লিক ও জেস‌মিন চৌধুরী।

যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন বৃহস্প‌তিবার (৫ মে) অনুষ্ঠিত হয়।