মৌলভীবাজার প্রেসক্লাব ও ইমজার দোয়া ও ইফতার মাহফিল
 
																
								
							
                                - আপডেট সময় ০১:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ৬৪৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার প্রেসক্লাব ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

১৬ এপ্রিল রোববার প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা পরিষদ চেয়ারম্যান,মিছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ,প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক আফরোজ আহমদসহপ্রেসক্লাবের সদস্যবৃন্দ ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া পর্বে দেশ ও জাতির কল্যাণ কামণায় দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ অইয়ুব আলী খান।
 
                             
																			

















