ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ফেসবুকে স্টোরি লিখে আত্নহত্যা
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১১৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে প্রিয় সরকার টিটু (১৯) নামের এক কিশোর আত্মহত্যা করছেন। মারা যাওয়ার আগে ফেসবুক স্টোরিতে লিখে গেছেন, হয়তো তুমি নয়তো আর কেউ না।
বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজ বাসায় গামছা দিয়ে আত্মহত্যা করে বলে জানাযায়।টিটু মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার শিবপদ সরকার এর ছেলে ।
কিছুদিন আগে সুব্রত নামের তার আরেক বন্ধুও একইভাবে ফেসবুক স্টোরিতে কিছু লিখে আত্মহত্যা করেন। তখন অবশ্য টিটু নিজেই বন্ধুর উদ্দেশ্যে লিখেছিলেন আত্মহত্যা কোনো সমাধান নয়। কিন্তু অল্প দিনের ব্যবধানে টিটু নিজেও আত্মহত্যা করায় হতবাক তার বন্ধুরাও।
এদিকে টিটুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সৈয়ারপুর এলাকায়। পরিচিত জনরা মেনে নিতে পারছেন না তার এমন মৃত্যু।
ট্যাগস :











