মৌলভীবাজার বণ্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরন
- আপডেট সময় ০২:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ৮৬৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্ক: বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ দিন ব্যাপী মৌলভীবাজারে বন্যপ্রাণী অপরাধ দমন ও বণ্যপ্রাণী হ্যান্ডেলিং শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে র্ষিজোড়া বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয় হল রুমে সনদ প্রদানের মধ্য দিয়ে এ কর্মশালার সমাপ্তি ঘটে ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ারের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসার ড.মো. মনিরুল হাসান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ সাবরিনা সায়িদা শিমু ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ।
১০ দিনের কর্মশালায় বাংলাদেশের প্রাকৃতিক বনগুলোতে বসবাসকারী বিভিন্ন শ্রেণির বন্যপ্রাণী অর্থাৎ পাখি,স্তন্যপায়ী,সরীসৃপ, উভচর বন্যপ্রাণীদের পরিচিতি, বর্তমান অবস্থান, বিস্তৃতি, আবাসস্থল, বিলুপ্তির কারণ, প্রকৃতিতে এ প্রাণীগুলো গুরুত্ব, প্রকৃতিতে এদের হুমকি, বিপন্ন বা বিলুপ্তির কারণ, তাদের প্রজনন ও সংরক্ষণ, লাউয়াছড়ায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, বন্যপ্রাণী (নিরাপত্তা ও সংরক্ষণ আইন আলোচনা,এ সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পূর্বে ও পরে করণীয়,বন্যপ্রাণী সংরক্ষণে নানান গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা প্রশিক্ষণ দেন।