মৌলভীবাজার শনিবার যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
- আপডেট সময় ০৯:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ৫৫৫২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি : মৌলভীবাজার বিদ্যুৎ বিভাগ ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য ১১কেভি লাইনের আওতাধীন বিভিন্ন এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
বন্ধের তারিখ ও সময় -১৩ জুলাই শনিবার ভোর ৪টা হইতে সকাল ১০টা পর্যন্ত।
যে সব এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকাগুলো হল -কোর্ট রোড, টিভি হাসপাতার রোড, গীর্জাপাড়া, চৌমুহনা, গুজারাই, সাবিয়া, চৌমুহনা, পুরাতন হাসপাতাল রোড, পশ্চিমবাজার, সেন্ট্রাল রোড, শান্তিবাগ, মুসলিম কোয়াটার, চাঁদনীঘাট, ইসলামপুর, একাটুনা, কালারবাজার, উত্তরমুলাইম, নবীনগর, রায়পুর, বিরাইমাবাদ, মল্লিকসরাই পূর্ব সুলতানপুর, শমসেরনগর রোড, সৈয়ারপুর, রিছিতউল্ল্যা রোড, কার্ত্তিকচন্দ্র
রোড, মাইজপাড়া, সোনারবাজার, শিমুলতলা, দনাশ্রী,হাসানপুর ।
মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী
প্রকৌশলী মোঃ ফজলুল করিম বিষয়টি মৌলভীবাজার২৪ ডট কমকে নিশ্চিত করেন।