মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজাম আর নেই

- আপডেট সময় ১২:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১২৮৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আর নেই।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানাজার নামাজ মমঙ্গলবার শমশেরনগর রোডস্থ মাইজপাড়া দাখিল মাদ্রাসা ২টার দিকে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য নিজাম ব্রেন স্ট্রোক করে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়ে ছিল।
জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন বিষয়টি নিশ্চিত করেন।
