মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল
- আপডেট সময় ০৬:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আহ্বায়ক কমিটি।
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ এর নেতৃত্বে বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ফুয়াদুর রহমান ফাহিম,সৈয়দ আসেফ,তানভীর আহমদ, আফজল হোসেন,তাসনিফ ফারদিন,রাফি খান, কাওছার আহমদ তানভীর। নবনির্বাচিত সদস্য শোয়েব আহমদ, সৈয়দ নাবিল উজ্জামান, নাহিদ পারভেজ, আকিব আহমদ, তায়েফ মামুন,মোঃ কামরান,হাম্মাদ সাদি,ইশান তালুকদার,এস আর সুহেল প্রমুখ।
নবগঠিত কমিটির আহ্বায়ক ওয়ালিদ বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল কে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করে ছাত্র রাজনীতির যে পরিবর্তন এর ডাক দিয়েছেন আমরা সেটা বাস্তবায়ন করব। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ক্যাম্পাসের সকল সমস্যা সমাধানে আমরা কাজ করে যাব। শিক্ষার্থী বান্ধব ছাত্রদল গড়ে তুলব ও মেধাবী নেতৃত্ব সৃষ্টি করব।



















