মৌলভীবাজার-৪ আসনের ধানের শীষের প্রার্থীর সাথে জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময়
- আপডেট সময় ০৩:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে

বিএনপি-জমিয়ত জোট মনোনীত মৌলভীবাজার-৪ আসনের এমপি পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান মুজিবের সাথে মৌলভীবাজার জেলা ও উপজেলা জমিয়ত নেতৃবৃন্দের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জমিয়তের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও মৌলভীবাজার জেলা জমিয়তের নির্বাচন মনিটরিং সেলের প্রধান আহবায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, জেলা জমিয়তের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচনি মনিটরিং সেলের সদস্য সচিব মুফতি আশরাফুল হক, জেলা জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সউদ বিন জামিল, জেলা জমিয়তের নির্বাচনী মনিটরিং সেল সদস্য মাওলানা মাহদী হাসান কামাল, কমলগঞ্জ উপজেলা জমিয়তের জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ আল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ঈমান আলী, সমাজসেবা সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুহিবুল আলম মিনহাজ, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল করিম সালমান, জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সা’দ বিন জামিল, হাফেজ আআক্তারুল প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপির উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের বিএনপি জোটের এমপি পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান মুজিব, কমলগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচনী প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক আবুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের ওয়াসিদ আহমদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি ও জমিয়ত নেতৃবৃন্দ দলীয় এবং জোটিও সীদ্ধান্ত মেনে নির্বাচনী আসনের উভয় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন।



















