মৌলভীবাজার-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ
- আপডেট সময় ০৬:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ৬ বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা রিটার্নিং অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
এর আগে সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্রসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ দলীও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে তিনি প্রস্তাবক ও সর্ম্থকসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে ৭ম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনী মনোনয়পত্র দাখিল করেন।