ব্রেকিং নিউজ  
                            
                            মৌসুমী ও নীলা চৌধুরীর
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
 - / ৬৯৯ বার পড়া হয়েছে
 

এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও মৌসুমি। তাদের জুটিবদ্ধ সিনেমা কম হলেও দর্শক জনপ্রিয়তা পেয়েছে এই জুটি। এই জুটির জনপ্রিয় সিনেমা কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়ক সালমান শাহ ও নায়িকা মৌসুমী।
সেই সিনেমার ৩০ বছর পূর্তি ছিল গত শনিবার(২৫ মার্চ) । এ উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা মৌসুমী জানিয়েছেন, সালমানের সঙ্গে অনেক আগে থেকেই তাঁর বন্ধুত্ব ছিল। তবে মৌসুমীর এই বক্তব্যের সঙ্গে একমত নন সালমান শাহর মা নীলা চৌধুরী।
মৌসুমীর বলছেন, সালমান শাহর সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল তাঁর। তাঁরা তখন খুলনায় থাকতেন। এই পরিচয় ছোটবেলায় ইমন (সালমান শাহর ডাকনাম) আর আমি প্লে গ্রুপ ও নার্সারিতে একসঙ্গে পড়েছি। বাবার চাকরির কারণে ইমনের পরিবার খুলনা সার্কিট হাউসে থাকত
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			

















