যথাযেগ্য মর্যাদায় মৌলভীবাজারে ৩৬ জুলাই পালিত
- আপডেট সময় ০৩:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ৩৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ যথাযেগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দয়ে মৌলভীবাজারে ৩৬ জুলাই পালিত হচ্ছে।
মঙ্গলবার(৫ জুলাই) সকাল ৯টায় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদ বেদিতে ফুল দিতে মানুষের ঢল নামেঙ
প্রথমে জেলা প্রশাসক মো: ঈসরাইল হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন দপ্তরের লোকজন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল ইসলাম।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে বিজয়ের কনসার্টসহ নানা আয়োজন। এছাড়াও বিভিন্ন মসজিদ ও মন্ধিরে নিহতদের স্মরনে মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক মো: ঈসরাইল হোসেন বলেন, ৩৬ জুলাইকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।












