যারা অপরাধের সাথে যুক্ত নয়, তাদের সাথে কোনো অবিচার করা হবে না… শ্রীমঙ্গলে নাহিদ
- আপডেট সময় ০৬:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবে বলেছিলাম, আইনের শাসন অনুযায়ী ন্যায়বিচারের ভিত্তিতে অপরাধিদের বিচার করা হবে। যারা অপরাধী, ফ্যাসিবাদ ও গণহত্যার সাথে যুক্ত, তাদের বিচার নিশ্চিত করা হবে। তবে যারা অপরাধের সাথে যুক্ত নয়, তাদের সাথে কোনো অবিচার করা হবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেখেছি, একটি দল সারা দেশে নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। এখন ভোটের সময় ঘনিয়ে এলে তারা বলছে, ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটা একটি স্পষ্ট প্রতারণা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টি মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা সরকার গঠন করতে পারলে সারা দেশের শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতে সবোচ্চ গুরুত্ব দেয়া হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রতিটি জেলায় আইটি সেন্টার, স্কিল ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘আপনারা যদি প্রীতম দাশকে নির্বাচিত করেন এবং আমরা সরকার গঠন করতে পারি, তাহলে তিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আরো শক্তভাবে কাজ করতে পারবেন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকার ফিরিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিনের পৌরসভা বর্ধিত করার দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান ও শ্রীমঙ্গল-কমলগঞ্জের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে আমরা কাজ করব।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসছে, একটি দল তত বেশি সহিংস হয়ে উঠছে। তারা আওয়ামী লীগের পথ অনুসরণ করে হামলা-মামলা, সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য এবার ঐক্যবদ্ধ, এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেয়া হবে না। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ গণভোটে ‘হ্যা’ ভোট দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী প্রীতম দাশ, এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার জুনেদ আহমেদ, মনিরা শারমিন, এহতেশামুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমান প্রমুখ।
সমাবেশ শেষ শহরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি পথযাত্রা অনুষ্ঠিত হয়।


















