মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের একদল তরুন মিলে যুক্তরাজ্যের বিভিন্ন কলেজে পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিতে একদিনের কর্মশালার আয়োজন করে ‘টিম’ নামে একটি প্রতিষ্ঠান।
শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় স্থানীয় রেস্ট ইন হোটেলে ফিতা কেটে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.ফজলুল আলী।
এসময় উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক আব্দুল খালিক, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা বেগম প্রমুখ।
আয়োজক নাঈমা মীম বলেন, দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহন করবে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী।