রাজনগর ইয়াবাসহ আটক-২

- আপডেট সময় ০১:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ৮৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ইয়াবাসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরে টেংরা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুল মালিক গয়গড় এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে এবং সোহরাব হোসেন সোহাগ দাশপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
