ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান মাস উপলক্ষে স্পন্দন মৌলভীবাজার এর খাদ্য সামগ্রী বিতরণ ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা ও ইফতার মাহফিল মৌলভীবাজারে কিশোর কন্ঠ পাঠক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে -এম নাসের রহমান গাঁদা ফুলের চাষ করে বে-কায়দায় কোটচাঁদপুরের কৃষক মিলন মৌলভীবাজারে আত্মপ্রকাশ করলো স্বপ্নকুঁড়ি মুক্ত স্কাউট গ্রুপ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের নিয়ম নীতি সেনাবাহিনী হাতে হবিগঞ্জে ভূমি কর্মকর্তা গ্রেপ্তার বৃহস্পতিবার রাজনীতিবিদদের সম্মানে এম নাসের রহমানের ইফতার মাহফিল,আসছেন টুকু দলের নামে কোনধরনের অপকর্ম বরদাস্ত করবেনা মৌলভীবাজার জেলা বিএনপি

রাজনগর গরুচোরসহ ৫ আসামী আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৩টি গরু উদ্ধার ও গরুচোরসহ ৫ আসামিকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসআই(নিঃ) মো: সওকত মাসুদ ভুইয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর-৯৬/০৬-(রাজ:) এর সাজাপ্রাপ্ত আসামি রিয়াজ মিয়া, পিতা-মৃত মোঃ দানিছ মিয়া, গ্রাম মশাজান রাজনগারকে গ্রেপ্তার করেন।

এছাড়াও গতকাল মঙ্গলবার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরির্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় মৌলভীবাজার রাজনগর থানার মামলা নং-০৯,তারিখ-১২/০৯/২০২২খ্রিঃ এর তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মো: তোফায়েল আহম্মেদ ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১. টুনু মিয়া(৫৪), পিতা-মৃত নিজাম উদ্দিন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নয়াটিলা, উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, বাংলাদেশ ২. হাফিজ মিয়া প্রকাশ হাবিজ(৩৮), পিতা-মৃত বরজান মিয়া প্রকাশ তাহির মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- লালাপুর (পানিসাইল), উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, ৩. মোঃ গেন্দু মিয়া(৫২), পিতা-মৃত সরফরাজ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নয়াটিলা (বর্তমানে বিলবাড়ী) , উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, ৪. ছমির উদ্দিন প্রকাশ মটর(৫১), পিতা-মৃত ওয়ারিছ মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- লালারগাঁও (৪ নং ওয়ার্ড), উপজেলা/থানা- জালালাবাদ, জেলা –সিলেটদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সৌপর্দ করেন এবং ০১নং আসামী টুনু মিয়ার দেওয়া তথ্য মতে ০৪নং আসামীর বাড়ী হইতে মামলার ঘটনায় চোরাইযাওয়া ২টি গরু ও ০১টি বাছুর উদ্ধার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজনগর গরুচোরসহ ৫ আসামী আটক

আপডেট সময় ০৭:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

বিশেষ প্রতিনিধি:  মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ৩টি গরু উদ্ধার ও গরুচোরসহ ৫ আসামিকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসআই(নিঃ) মো: সওকত মাসুদ ভুইয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিআর-৯৬/০৬-(রাজ:) এর সাজাপ্রাপ্ত আসামি রিয়াজ মিয়া, পিতা-মৃত মোঃ দানিছ মিয়া, গ্রাম মশাজান রাজনগারকে গ্রেপ্তার করেন।

এছাড়াও গতকাল মঙ্গলবার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরির্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় মৌলভীবাজার রাজনগর থানার মামলা নং-০৯,তারিখ-১২/০৯/২০২২খ্রিঃ এর তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মো: তোফায়েল আহম্মেদ ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১. টুনু মিয়া(৫৪), পিতা-মৃত নিজাম উদ্দিন , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নয়াটিলা, উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, বাংলাদেশ ২. হাফিজ মিয়া প্রকাশ হাবিজ(৩৮), পিতা-মৃত বরজান মিয়া প্রকাশ তাহির মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- লালাপুর (পানিসাইল), উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, ৩. মোঃ গেন্দু মিয়া(৫২), পিতা-মৃত সরফরাজ আলী , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নয়াটিলা (বর্তমানে বিলবাড়ী) , উপজেলা/থানা- রাজনগর, জেলা -মৌলভীবাজার, ৪. ছমির উদ্দিন প্রকাশ মটর(৫১), পিতা-মৃত ওয়ারিছ মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- লালারগাঁও (৪ নং ওয়ার্ড), উপজেলা/থানা- জালালাবাদ, জেলা –সিলেটদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সৌপর্দ করেন এবং ০১নং আসামী টুনু মিয়ার দেওয়া তথ্য মতে ০৪নং আসামীর বাড়ী হইতে মামলার ঘটনায় চোরাইযাওয়া ২টি গরু ও ০১টি বাছুর উদ্ধার করা হয়।