রাজনগর ১২ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার
- আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ৫৮১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ১২কোটি টাকার ভূমি উদ্ধার করেছে প্রশাসন। বাজারের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে এ সকল ভুমি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১অক্টোবর) জেলা নির্বাহী ম্যাজেষ্টেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়,মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুন্সিবাজারে দিন ব্যাপি এই অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা পাঁকা-আধাপাকা ৮০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন।
রাজনগর উপজেলা সহকারী কমিশনার সানজিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক ও জনপদের ৬৪.১ ও সরকারি খাস ১.৩ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১২ কোটি টাকা।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তিনি আরো বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়।
অভিযান চলাকালে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সহ সড়ক বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


















