1. mrrahel7@gmail.com : Admin : Mahbubur Rahel
  2. samadpress96@gmail.com : Samad Ahmed : Samad Ahmed
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

র‌্যাবের খাঁচায় ইয়াবা ব্যবসায়ী আটক

  • আপডেট সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

র‌্যাব  ৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন আল-আমিন হোটেলের সামনে হইতে ৭শত১ পিস ইয়াবা ও ইয়াবাসত এক ব্যাক্তি আটক করা হয়।

শনিবার রাতে  গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি অভিযানিক চৌকশদল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে হবিগন্জ জেলার মাধবপুর থানার নওয়াপাড়া ইউনিয়নের আল-আমিন ফুডস ফেয়ার হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে হইতে ৭০১ পিস ইয়াবা, ০১ টি মোটর সাইকেল ও নগদ-৫৬,৫৮৫/- টাকা সহ ধৃত অভিযুক্ত আসামিঃ ১।মোঃরতন মিয়া (৩২), পিতা-মৃত জারু মিয়া,সাং-মধ্য বেজুড়া,থানাঃ মাধবপুর ,জেলাঃহবিগন্জ কে গ্রেফতার করা হয়।

র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামত সহ আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করা হয়।

এ সংক্রান্ত আরোও নিউজ