লন্ডনে ডিগ্রি অর্জন করলেন মৌলভীবাজারের মুন

- আপডেট সময় ০৬:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ৩০৬৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার কৃতি সন্তান মৌসুমী আক্তার মুন মলন্ডনের পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে বিজনেস কমিনিউকেশনের ইন্টারন্যাশনাল লিডারশীপে (এম.এ.) মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
মৌসুমী আক্তার (মুন) মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর বুদ্ধিমন্তপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহিম এর ৩য় মেয়ে।
গত ২১ জুলাই ইংল্যান্ডের পোর্টস মাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর গ্রাহাম গ্লাব্রিথ ( GRAHAM GALBRAITH) এর কাছ থেকে মাস্টার্সের ফলাফল গ্রহন করেন মেধাবী মৌসুমী আক্তার (মুন)।
আজ এত দূর এসেছি আমার বাবা, মা বোনের দোয়াতে। আমি দেশবাসী কাছে দোয়া চাই আমার অর্জন আর সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জল করতে পারি। আমি দেশের মানুষের এবং আমার নিজের শহরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।
