লাখাইয়ে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৪০ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদঃ লাখাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ফ্রিপ এর আওতায় দিনব্যাপী কৃষক কৃষাণী কৃষক কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা চলে। বর্তমানে বোরোধান কাটার মৌসুমে ব্যস্ত থাকার পরও কৃষক কৃষাণীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেছেন। প্রকল্পের গ্রুপ গুলোর কৃষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ কৃষক কৃষাণী গড়ে তোলা হচ্ছে। ইতিপূর্বে ১৮ টি ব্যাচ প্রশিক্ষন দেয়া হয়েছে । সকল প্রশিক্ষনে কৃষিবিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত হতে না পারলেও আজকের বামৈ ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষন প্রদান করেন হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী ও অতিরিক্ত উপ পরিচালক মোঃ বনি আমিন খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান । এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার তাই কৃষক কৃষাণীদের দক্ষ কৃষক কৃষাণী তৈরী করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রত্যেক কে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষক কৃষাণীদের কে প্রশিক্ষন শেষে সম্মানি ভাতা কৃষকদের প্রত্যেকের বিকাশ নম্বরে টাকা প্রদান করা হবে।
ফ্রিপের আওতায় লাগাই উপজেলায় সর্বমোট ৫৪ টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে এবং শুধু প্রদর্শনীই নয় উপজেলার সকল কৃষক কৃষাণীদের প্রশিক্ষনের আওতায় আনা হবে।