লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা শাজাহান এর ইন্তেকাল, রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
- আপডেট সময় ০৪:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৫৩৮ বার পড়া হয়েছে
লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা শাজাহান এর ইন্তেকাল, রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক।এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি’র রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
সোমবার (১৩ নভেম্বর) মুড়িয়াউক দারুসসুন্নাহ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বাদ যোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি’র মরদেহ উপর শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি এর মরদেহ সামনে রেখে গার্ড অব অনার দেন এক দল পুলিশ। এই গার্ড অব অনার এর সালামের নেতৃত্ব দেন হবিগঞ্জ পুলিশ লাইন এর এ এস আই তাজুল ইসলাম ও সঙ্গীয় একদল পুলিশ। এ সময় আরো উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, লাখাই থানার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতীর মরদেহ কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া। বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি’র নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, লাখাই প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি’র মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বিল্লাল আহমেদ, মহিউদ্দিন রিপন, আশীষ দাশ গুপ্ত, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মহসিন সাদেক সহ উপজলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতির মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । গাজী শাজাহান চিশতি,র মৃত্যু কালে স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা গাজী শাজাহান চিশতি মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।