লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
- আপডেট সময় ০৯:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৯৩ বার পড়া হয়েছে
এম এ ওয়াহেদঃ লাখাইয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল ম্যাচে টাইব্রেকারে শেখ ভানু শাহ স্পোর্টিং ক্লাব ভাদিকারা কে হারিয়ে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।
৭ অক্টোবর রোজ মঙ্গলবার লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লাখাই উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা মেম্বার, সাংগঠনিক সম্পাদক ও বুল্লা ইউপির চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ প্রমূখ।
শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শেখ ভানু শাহ স্পোর্টিং ক্লাব ভাদিকারা বনাম করাব এফসি স্পোর্টিং ক্লাবের মধ্যে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায়
টাইব্রেকার অনুষ্ঠিত হয়।
টাইব্রেকারে করাব এফসি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।