ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কমিটিতে আওয়ামীলীগের দোসরদের কোনোভাবে স্থান দেয়ার সুযোগ নেই’ বিএনপির কর্মী সমাবেশে… ময়ূন পীচ কিউরেটর শাহজান এর বিদায় সংবর্ধনা মৌলভীবাজারে দুই মাদক ব্যবসায়ী আ/ট/ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট আহবায়ক এড.রুনু সদস্য সচিব শ্যামলী নানা আয়োজনে মৌলভীবাজারে এনটিভি’র ২৩ বছরে পদার্পন শ্রীমঙ্গল ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএস মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো বিএসএফ  আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রে/ফ/তা/র ইউএনডিপির স্টোরি টেলিং অ্যাওয়ার্ড জিতলেন মৌলভীবাজারের সিপন দেব গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি

লোডশেডিংয়ে অতিষ্ঠ মৌলভীবাজারবাসী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • / ৬৬৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: শুধু সকাল সন্ধ্যা নয়,মধ্যরাতেও ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ।বিদ্যুৎ না থাকায় সন্ধ্যায় দোকান পাটে নেই ক্রেতা। এমন অভিযোগ ব্যবসায়ীসহ অনেকের। বলা যায় হঠাৎ করে গত ২/৩ দিনে ভেঙে পড়েছে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। শহর এলাকায় ঘণ্টায় ঘণ্টায় চলছে বিদ্যুতের লুকোচুরি। আর গ্রামে টানা ৫-৭ ঘণ্টা দেখা মিলছে না বিদ্যুতের।

মৌলভীবাজারের ৭ উপজেলার প্রায় ৫ লাখ বিদ্যুৎ গ্রাহক চরম ভোগান্তির শিকার। বিদ্যুৎ গ্রাহকেরা এই পরিস্থিতির জন্য বিতরণ ব্যবস্থায় নিয়োজিত প্রকৌশলী ও কর্মকতা-কর্মচারীদের অনিয়ম অবহেলাকে দায়ী করছেন। বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে, এখানে আমাদের করার কিছু নেই। এটা জাতীয় বিপর্যয়। তারা প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( বিপিডিবি) এবং বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (আরইবি) আঞ্চলিক অফিসগুলো জানায়, মৌলভীবাজার জেলার ৭ উপজেলা ও ৫ পৌরসভার বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৫ লাখ। এর মধ্যে মৌলভীবাজার শহরসহ আশপাশের এলাকায় পিডিবির প্রায় ২৮ হাজার এবং কুলাউড়া ও জুড়ী মিলে আরও ৪২ হাজার হবে। আর জেলার ৭ উপজেলার গ্রামেগঞ্জে আরও প্রায় ৪ লাখ গ্রাহক আছেন পল্লী বিদ্যুতের।

বিদ্যুতের বর্তমান অসহনীয় লোডশেডিং প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতি মৌলভীবাজারের মহা-ব্যবস্থাপক (জিএম) ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় আমাদের গ্রাহক প্রায় ৪ লাখ। যেকারণে প্রতিদিন প্রায় ৯০ মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন। অথচ বর্তমানে ১৫ থেকে ২২ মেঘাওয়াটের মতো পাচ্ছি। জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতি থাকায় এই পরিস্থিতি।

তিনি বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পিডিপি মৌলভীবাজার বিক্রয় ও বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাকিবুজ্জামান মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম। যে কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। আমাদেরকে বলা হয়েছে শহর এলাকায় ৫-৬ ঘণ্টা এবং গ্রাম এলাকায় ৮-১২ ঘণ্টা লোডশেডিং করার জন্য। আমরা ৫-৬ ঘণ্টা লোডশেডিং করছি।

পিডিবি কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, গত মাসে হবিগঞ্জের শাহাজীবাজারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে দুটি ইউনিট পুড়ে যায়। আমাদের সোর্স লাইন সেখানে। বর্তমানে শাহাজীবাজারে ৫৬০ মেঘাওয়াটের জায়গায় উৎপাদন হচ্ছে মাত্র ৩২০ মেঘাওয়াটের মতো। যেকারণে ঘাটতি থেকেই যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

লোডশেডিংয়ে অতিষ্ঠ মৌলভীবাজারবাসী

আপডেট সময় ০৫:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

মৌলভীবাজার২৪ ডেস্ক: শুধু সকাল সন্ধ্যা নয়,মধ্যরাতেও ঘণ্টার পর ঘণ্টা নেই বিদ্যুৎ।বিদ্যুৎ না থাকায় সন্ধ্যায় দোকান পাটে নেই ক্রেতা। এমন অভিযোগ ব্যবসায়ীসহ অনেকের। বলা যায় হঠাৎ করে গত ২/৩ দিনে ভেঙে পড়েছে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। শহর এলাকায় ঘণ্টায় ঘণ্টায় চলছে বিদ্যুতের লুকোচুরি। আর গ্রামে টানা ৫-৭ ঘণ্টা দেখা মিলছে না বিদ্যুতের।

মৌলভীবাজারের ৭ উপজেলার প্রায় ৫ লাখ বিদ্যুৎ গ্রাহক চরম ভোগান্তির শিকার। বিদ্যুৎ গ্রাহকেরা এই পরিস্থিতির জন্য বিতরণ ব্যবস্থায় নিয়োজিত প্রকৌশলী ও কর্মকতা-কর্মচারীদের অনিয়ম অবহেলাকে দায়ী করছেন। বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে, এখানে আমাদের করার কিছু নেই। এটা জাতীয় বিপর্যয়। তারা প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( বিপিডিবি) এবং বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (আরইবি) আঞ্চলিক অফিসগুলো জানায়, মৌলভীবাজার জেলার ৭ উপজেলা ও ৫ পৌরসভার বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৫ লাখ। এর মধ্যে মৌলভীবাজার শহরসহ আশপাশের এলাকায় পিডিবির প্রায় ২৮ হাজার এবং কুলাউড়া ও জুড়ী মিলে আরও ৪২ হাজার হবে। আর জেলার ৭ উপজেলার গ্রামেগঞ্জে আরও প্রায় ৪ লাখ গ্রাহক আছেন পল্লী বিদ্যুতের।

বিদ্যুতের বর্তমান অসহনীয় লোডশেডিং প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ পল্লী বিদ্যুত সমিতি মৌলভীবাজারের মহা-ব্যবস্থাপক (জিএম) ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় আমাদের গ্রাহক প্রায় ৪ লাখ। যেকারণে প্রতিদিন প্রায় ৯০ মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন। অথচ বর্তমানে ১৫ থেকে ২২ মেঘাওয়াটের মতো পাচ্ছি। জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতি থাকায় এই পরিস্থিতি।

তিনি বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পিডিপি মৌলভীবাজার বিক্রয় ও বিতরণ বিভাগের উপ সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার রাকিবুজ্জামান মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম। যে কারণে বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে। আমাদেরকে বলা হয়েছে শহর এলাকায় ৫-৬ ঘণ্টা এবং গ্রাম এলাকায় ৮-১২ ঘণ্টা লোডশেডিং করার জন্য। আমরা ৫-৬ ঘণ্টা লোডশেডিং করছি।

পিডিবি কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, গত মাসে হবিগঞ্জের শাহাজীবাজারে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে দুটি ইউনিট পুড়ে যায়। আমাদের সোর্স লাইন সেখানে। বর্তমানে শাহাজীবাজারে ৫৬০ মেঘাওয়াটের জায়গায় উৎপাদন হচ্ছে মাত্র ৩২০ মেঘাওয়াটের মতো। যেকারণে ঘাটতি থেকেই যাচ্ছে।