শতভাগ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা দিয়েছে
- আপডেট সময় ০৫:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / ২০৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার এইচপিভি টিকাদান ( জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকা) কার্যক্রমে টিকাপ্রদানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে সম্মাননা সনদ প্রদান করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান ও মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বর্ণালী দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত স্কুলের শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল টেকনোলজিস্ট ( ইপিআই) মো: শামছুল হক ও স্বাস্থ্য সহকারী উপানন্দ বর্মন।
পরে সিভিল সার্জন উপস্থিত সবাইকে নিয়ে মত বিনিময় করেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষামূলক পরামর্শ প্রদান করেন।