ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচনী প্রচারণা, মৌলভীবাজারে আসছেন তারেক রহমান হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় কোনো আপস করা হবে না : ইউএনও মারুফ দস্তেগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:মৌলভীবাজারে জেলা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ বহিষ্কারাদেশ প্রত্যাহারের ২৪ ঘন্টার মধ্যেই স্থগিত মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে. জেলা প্রশাসক মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন বিএনপি নেতা এম ইদ্রিস আলীর পদ স্থগিতাদেশ প্রত্যাহার বৈষম্য বিরোধী মামলার আসামী করার ভয়ভিতি প্রদর্শন এবং চাঁদা দাবীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন

সমশেরনগর রাতে  স্বামীকে রুমে রেখে পরকীয়ার প্রেমিকসহ আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • / ১৬৯০ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃঃ মৌলভীবাজার কমলগঞ্জ শমশেরনগর  ইউনিয়নে দৌলতপুর গ্রামে  গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ  স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও  পুলিশ  সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বাড়াটিয়া বাসায় পতনউষার ইউনিয়নে ধুপাটিলা গ্রামের রজা মিয়ার ছেলে  লিমন মিয়া( ৩৫)  কামাল মিয়ার  স্ত্রী শাবানা আক্তার (৩২) পরকিয়া প্রেমিক  সাথে পাশের রুমের স্বামী কে জিম্মি করে অসামাজিক কার্যকলাপে  হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

দুই সন্তান মা শাবানা আক্তার  কামাল  মিয়া সাথে সংসার চলাকালিন সময় প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে জানতে পারে কিন্তু তিনি স্ত্রী ও প্রেমিকের কাছি জিম্মি ছিলেন বৃহস্বাতিবার দিবাগত গভীর রাতে আমার ভাড়াবাসা  আমাকে অত্যচার করে রাখে পরে আমি   তাদের অগোচরে এলাকার লোকজন কে বলেছি । বিষয়টি রাতে আশপাশের লোকদের জানালে সবাই মিলে ঘেরাও দিয়ে  রুম থেকে স্ত্রী ও প্রেমিকে  আটক করি। এরপর রাতে ইউপি সদস্য আবুবক্কর সহযোগিতা  সকালে পুলিশকে খবর দেই।
আটককৃত প্রেমিকা  জানান,বাবার বাড়ি ধুপাটিলা গ্রামে যার   মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর  যোগাযোগ করে গোপনে  ঘরে আসা-যাওয়া করতো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এ এস আই বাবুল হোসেন    জানান, রাতে এলাকাবাসী দুইজনকে  ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে পুলিশ বাদি হয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমশেরনগর রাতে  স্বামীকে রুমে রেখে পরকীয়ার প্রেমিকসহ আটক

আপডেট সময় ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২

কমলগঞ্জ প্রতিনিধিঃঃ মৌলভীবাজার কমলগঞ্জ শমশেরনগর  ইউনিয়নে দৌলতপুর গ্রামে  গভীর রাতে পরকীয়া প্রেমিকসহ  স্ত্রীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে পুলিশ তাদের আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও  পুলিশ  সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতপুর বাড়াটিয়া বাসায় পতনউষার ইউনিয়নে ধুপাটিলা গ্রামের রজা মিয়ার ছেলে  লিমন মিয়া( ৩৫)  কামাল মিয়ার  স্ত্রী শাবানা আক্তার (৩২) পরকিয়া প্রেমিক  সাথে পাশের রুমের স্বামী কে জিম্মি করে অসামাজিক কার্যকলাপে  হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

দুই সন্তান মা শাবানা আক্তার  কামাল  মিয়া সাথে সংসার চলাকালিন সময় প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্কে জানতে পারে কিন্তু তিনি স্ত্রী ও প্রেমিকের কাছি জিম্মি ছিলেন বৃহস্বাতিবার দিবাগত গভীর রাতে আমার ভাড়াবাসা  আমাকে অত্যচার করে রাখে পরে আমি   তাদের অগোচরে এলাকার লোকজন কে বলেছি । বিষয়টি রাতে আশপাশের লোকদের জানালে সবাই মিলে ঘেরাও দিয়ে  রুম থেকে স্ত্রী ও প্রেমিকে  আটক করি। এরপর রাতে ইউপি সদস্য আবুবক্কর সহযোগিতা  সকালে পুলিশকে খবর দেই।
আটককৃত প্রেমিকা  জানান,বাবার বাড়ি ধুপাটিলা গ্রামে যার   মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর  যোগাযোগ করে গোপনে  ঘরে আসা-যাওয়া করতো।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এ এস আই বাবুল হোসেন    জানান, রাতে এলাকাবাসী দুইজনকে  ঘর থেকে আটক করে। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে উভয়কে পুলিশ বাদি হয়ে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।