শিল্প ও বাণিজ্য মেলা পরিদর্শনে এম নাসের রহমান

- আপডেট সময় ১০:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২৩৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা পরিদর্শন করলেন,সাবেক সংসদ সদস্য ও সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এম. নাসের রহমান।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মেলার কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রতিটি স্টলের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় আব্দুর রহিম রিপন সিনিয়র সহ-সভাপতি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সদস্য সচিব জেলা বিএনপিআব্দুর রহিম রিপন, সভাপতি দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,সৈয়দ মুজাম্মিল আলী শরিফ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল আলম,জেলা বিএনপির আব্বায় কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,সাবেক পৌর কাউন্সিলর বিএনপির নেতা আয়াছ আহমদ, বিএনপির নেতা ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তোফায়েল আহমেদ তুয়েল,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদসহ মেলার কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মেলা কর্তৃপক্ষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
