ব্রেকিং নিউজ
শিশুবক্তা আবু রায়হান আজাদী সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৪৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা আবু রায়হান আজাদী (২২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
রোববার (১৮ জুন) দিনগত রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় ট্রাক্টরচাপায় মারা যান তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলযোগে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরও দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ট্যাগস :