ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন মৌলভীবাজার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত মৌলভীবাজার জেলা ইমাম সম্মেলন ২০২৫, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা* মৌলভীবাজার প্রেসক্লাবে ভোক্তভোগি দুই নারীর সংবাদ সম্মেলন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতিয় সিরাপসহ গ্রে/ফ/তা/র -১ র‍্যাবের অভিযানে ইসকফ সিরাপসহ যুবক গ্রে/ফ/তা/র ব্যবসায়ী রুবেল হ/ত্যা/কারীদের গ্রে/ফ/তা/রের দাবীতে কুলাউড়ায় টিবিএফ’র মানববন্ধন ও প্রতিবাদ সভা কমলগঞ্জ রাফি হ/ত্যা/কা/ন্ড: গ্রে/ফ/তা/র ছোট ভাই আলামত উ/দ্ধা/র শ্রীমঙ্গল গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র বাম জোটের সমাবেশ ও মিছিল

শেরপুর মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ২৬৩১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: প্রায় দুইশত বছর পূর্বে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীর জুড়ে শুরু হয়েছে মাছের মেলা এবারও মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ। বিভিন্ন আড়তদাররা নিয়ে এসেছেন বড় বড় মাছ। সংক্রান্তিকে ঘিরে শুরু হওয়া শেরপুর মাছের মেলা পুরোপুরি জমে উঠেছে শনিবার বিকেল থেকে শুরু হয়েছে ওই মেলা।

মাছের মেলাটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়ে আগে পিছে তিনদিনে বর্ধিত হয়েছে। মেলাস্থল শেরপুর হলো মৌলভীবাজার জেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে সদর উপজেলার একেবারে শেষভাগে। পশ্চিমে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলা, উত্তরে কুশিয়ারা নদী। নদী পাড় হলেই সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা শুরু। হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই তিনটি জেলার মোহনা হচ্ছে শেরপুর। মৎস্য ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দেশের সবচেয়ে বড় মাছের মেলা এটি।

 

আগে এই মাছের মেলায় স্থানীয় বিভিন্ন হাওর-বাওরের, নদ-নদীর মাছ নিয়ে আসতো জেলেরা। এখন মৎস্য খামারগুলোর মাছতো আসেই। আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৎস্য ব্যবসায়ীদের বিরাট বিরাট চালান।

সিলেটের কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা বাঘ, রুই, কাতলা, বোয়াল, গজার, আইড়সহ বিশাল বিশাল মাছ নিয়ে আসেন। মাছের মেলায় পাঁচ হাজার টাকা মূল্যের কমে চাহিদার মাছ কেনা যায় না। কারণ মাছের মেলা বলে কথা। বড় ব্যবসায়ীরা সপ্তাহখানেক পূর্বে বড় বড় মাছ সংগ্রহ করতে থাকেন। সেই অনুযায়ী মাছের দাম ও হাঁকা হয়।

 

স্থানীয়রা জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আড়ত থেকে ছোট বড় অনেক জাতের মাছ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়েন। মাছের গন্ধে মৌ মৌ করে ওঠে পুরো এলাকা। মেলায় ছোট আকারের মাছের দাম হাকানো হয় ৫ থেকে ১০ হাজার টাকা, মাঝারি সাইজের মাছের দাম হাঁকানো হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা এবং বড় সাইজের মাছের দাম ৫০ হাজার থেকে ১ লাখ টাকাও হাঁকানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেরপুর মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ

আপডেট সময় ১১:২৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

মৌলভীবাজার২৪ ডেস্ক: প্রায় দুইশত বছর পূর্বে মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীর জুড়ে শুরু হয়েছে মাছের মেলা এবারও মেলায় উঠেছে নানা জাতের বাহারি মাছ। বিভিন্ন আড়তদাররা নিয়ে এসেছেন বড় বড় মাছ। সংক্রান্তিকে ঘিরে শুরু হওয়া শেরপুর মাছের মেলা পুরোপুরি জমে উঠেছে শনিবার বিকেল থেকে শুরু হয়েছে ওই মেলা।

মাছের মেলাটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়ে আগে পিছে তিনদিনে বর্ধিত হয়েছে। মেলাস্থল শেরপুর হলো মৌলভীবাজার জেলা সদর থেকে ২২ কিলোমিটার দূরে সদর উপজেলার একেবারে শেষভাগে। পশ্চিমে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলা, উত্তরে কুশিয়ারা নদী। নদী পাড় হলেই সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা শুরু। হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার এই তিনটি জেলার মোহনা হচ্ছে শেরপুর। মৎস্য ব্যবসায়ীদের দাবি অনুযায়ী দেশের সবচেয়ে বড় মাছের মেলা এটি।

 

আগে এই মাছের মেলায় স্থানীয় বিভিন্ন হাওর-বাওরের, নদ-নদীর মাছ নিয়ে আসতো জেলেরা। এখন মৎস্য খামারগুলোর মাছতো আসেই। আসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৎস্য ব্যবসায়ীদের বিরাট বিরাট চালান।

সিলেটের কুশিয়ারা নদী, সুরমা নদী, মনু নদী, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, কাওয়াদিঘি হাওর, হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মৎস্য ব্যবসায়ীরা বাঘ, রুই, কাতলা, বোয়াল, গজার, আইড়সহ বিশাল বিশাল মাছ নিয়ে আসেন। মাছের মেলায় পাঁচ হাজার টাকা মূল্যের কমে চাহিদার মাছ কেনা যায় না। কারণ মাছের মেলা বলে কথা। বড় ব্যবসায়ীরা সপ্তাহখানেক পূর্বে বড় বড় মাছ সংগ্রহ করতে থাকেন। সেই অনুযায়ী মাছের দাম ও হাঁকা হয়।

 

স্থানীয়রা জানান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আড়ত থেকে ছোট বড় অনেক জাতের মাছ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়েন। মাছের গন্ধে মৌ মৌ করে ওঠে পুরো এলাকা। মেলায় ছোট আকারের মাছের দাম হাকানো হয় ৫ থেকে ১০ হাজার টাকা, মাঝারি সাইজের মাছের দাম হাঁকানো হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা এবং বড় সাইজের মাছের দাম ৫০ হাজার থেকে ১ লাখ টাকাও হাঁকানো হয়।