শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ
- আপডেট সময় ০১:০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ২৬৮ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৭৬জনকে ১৫২টি ভেড়া, ভেড়ার ঘর তৈরির উপকরণ, পিক আপ ভ্যান ও ক্রিম সেপারেটর বিতরণ করা হয়েছে।
বুধবার ( ২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে উপ-সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের ভেড়া, ভেড়ার ঘর তৈরির উপকরণ, পিক আপ গাড়ি ও একটি ডেইরী ফার্মকে ক্রিম সেপারেটর বিতরণ করা হয়।
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীর মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাফিউল, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, সিন্দুরখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখ।