ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বেগম রোকেয়া দিবসে অদম্য নারীকে সম্মাননা মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোড প্রশস্ত ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন কোটচাঁদপুরের কিডনি রোগে ভবিষ্যৎ অনিশ্চিত আগুনে পুড়ল সিএনজি চালকের সপ্ন, আমনধান ও নগদ অর্থসহ ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমবিষয়ক সেমিনার আজ মৌলভীবাজার মুক্ত দিবস, গণকবরে শ্রদ্ধা ও আলোচনা সভা মৌলভীবাজারে অবৈধ ভারতীয় পন্যসহ আটক – ৩ ইমজার সভাপতি ও মাছরাঙা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল এর স্মরণে শোকসভা

শ্রীমঙ্গলে চা নিলামে সর্বোচ্চ দরে এমপির বাগানের চা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৬৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষের ১৩তম নিলামে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাবারী চা বাগানের গ্রীণ টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।

২৬ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা তুলে শ্রীমঙ্গল ব্রোর্কাস লিমিটেড। নিলামে সর্বোচ্চ ১১৮০ টাকা দরে চা গুলো যৌথভাবে ক্রয় করেন শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের মাস্টারটি এর স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম বুলবুল ও আলিফ টি সাপ্লাই এর স্বত্তাধিকারী মো: জুয়েল আহমদ।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর পরিচালক হেলাল আহমদ জানান, এ নিলামে ৯১ হাজার কেজি চা উঠে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা বিক্রি হয়। তিনি জানান, অকশনে সর্বোচ্চ ২৭২ টাকা কেজি দরে বিক্রি হয় ব্লাক টি। এই চা অকশনে তুলে শ্রীমঙ্গল এম আর খান চা বাগান। একই সাথে অকশনে সর্বোনিন্ম ১৩৮ টাকা কেজি দরে বিক্রি হয় পঞ্চগড়ের চা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল মাস্টার টি এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম বুলবুল জানান, সাবারী টি এর যে গ্রিণটি তিনি বুধবারের অকশনে ক্রয় করেছেন এর গুনগতমান অনেক উন্নত।

এ ব্যাপারে সাবারী টি প্লাটেশনের স্বাত্তাধিকারী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তাঁর বাগানে উন্নত জাতের দার্জিলিং ভেরাইটির চা চাষ করেছেন এবং চায়ের গুনগতমান ঠিক রাখতে প্রত্যেকটি প্রকৃয়া যথাযতভাবে পালন করেছেন। এতে গ্রীণটির পাশাপাশি তাঁর ব্ল্যাকটির মানও উন্নত। এর আগে তাঁর বাগানের চা সর্বোচ্চ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

তিনি বলেন, চা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম। তা ছাড়া দেশে এখন চা প্রধান পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর গুনগত মান ও উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন। সম্প্রতি এ শিল্প নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে দুরত্ব দেখা দিলে প্রধানমন্ত্রী উভয়ের সাথে আলোচনা করে চা শিল্পের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, যেহেতু এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম তাই সংশ্লিষ্টদের গুনগত মানের চা উৎপাদনে নজর দিতে হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে চা নিলামে সর্বোচ্চ দরে এমপির বাগানের চা

আপডেট সময় ০২:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

বিশেষ প্রতিনিধি:  শ্রীমঙ্গলে চলতি নিলাম বর্ষের ১৩তম নিলামে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এর সাবারী চা বাগানের গ্রীণ টি বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে।

২৬ অক্টোবর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে দেশের ২য় চা নিলাম কেন্দ্রে এ চা তুলে শ্রীমঙ্গল ব্রোর্কাস লিমিটেড। নিলামে সর্বোচ্চ ১১৮০ টাকা দরে চা গুলো যৌথভাবে ক্রয় করেন শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের মাস্টারটি এর স্বত্তাধিকারী মো: সাইফুল ইসলাম বুলবুল ও আলিফ টি সাপ্লাই এর স্বত্তাধিকারী মো: জুয়েল আহমদ।

শ্রীমঙ্গল টি ব্রোকার্স এর পরিচালক হেলাল আহমদ জানান, এ নিলামে ৯১ হাজার কেজি চা উঠে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৮০ ভাগ চা বিক্রি হয়। তিনি জানান, অকশনে সর্বোচ্চ ২৭২ টাকা কেজি দরে বিক্রি হয় ব্লাক টি। এই চা অকশনে তুলে শ্রীমঙ্গল এম আর খান চা বাগান। একই সাথে অকশনে সর্বোনিন্ম ১৩৮ টাকা কেজি দরে বিক্রি হয় পঞ্চগড়ের চা।

এ ব্যাপারে শ্রীমঙ্গল মাস্টার টি এর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম বুলবুল জানান, সাবারী টি এর যে গ্রিণটি তিনি বুধবারের অকশনে ক্রয় করেছেন এর গুনগতমান অনেক উন্নত।

এ ব্যাপারে সাবারী টি প্লাটেশনের স্বাত্তাধিকারী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, তাঁর বাগানে উন্নত জাতের দার্জিলিং ভেরাইটির চা চাষ করেছেন এবং চায়ের গুনগতমান ঠিক রাখতে প্রত্যেকটি প্রকৃয়া যথাযতভাবে পালন করেছেন। এতে গ্রীণটির পাশাপাশি তাঁর ব্ল্যাকটির মানও উন্নত। এর আগে তাঁর বাগানের চা সর্বোচ্চ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

তিনি বলেন, চা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় মাধ্যম। তা ছাড়া দেশে এখন চা প্রধান পানীয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর গুনগত মান ও উৎপাদন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেন। সম্প্রতি এ শিল্প নিয়ে মালিক শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে দুরত্ব দেখা দিলে প্রধানমন্ত্রী উভয়ের সাথে আলোচনা করে চা শিল্পের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনেন।

তিনি আরো বলেন, যেহেতু এটি বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম তাই সংশ্লিষ্টদের গুনগত মানের চা উৎপাদনে নজর দিতে হবে