শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। আটককৃত যুবক মো. ফাহিম হোসেন। সে পৌর এলাকার মো. মকবুল হোসেনের ছেলে।
রোববার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে পৌর এলাকার সোনার বাংলা রোডে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে ডিবি সদস্যরা। পরে তার কাছ থেকে ২০০পিছ ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply