শ্রীমঙ্গলে বৃক্ষপ্রেমী আল আমিনের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ চারা বিতরণ
- আপডেট সময় ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দুই শত শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন বৃক্ষ প্রেমী আনসার ভিডিপি দলনেতা ও জননী নার্সারীর স্বত্তাধিকারী মো. আল আমিন।
সোমবার দুপুরে উপজেলার বিষামনী এলাকায় বিষামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন বিষামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুপুর রানী সেন, আনসার ভিডিপি’র শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়ার্ড দলনেতা মো. আল আমিন, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার, সাংবাদিক অনির্বান সেনগুপ্ত প্রমূখ।
শ্রীমঙ্গলে সরকারী কিংবা বে-সরকারী বৃহৎআকারে বৃক্ষরোপন কর্মসূচীর হলেই ডাক পড়ে আল আমিনের। আল আমিন নিজেই উৎকৃষ্টমানের চারা তৈরী করেন এবং নিয়ম অনুযায়ী চারা রোপন করার দায়িত্বও তিনি পালন করেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারী রাস্তার পাশে, আশ্রায়ন প্রকল্পে তিনি চারা রোপন করে দিয়েছেন।আল আমিন বলেন, এটা আমার শখ। জলবায়ূ পরিবর্তন রোধে বড় ভূমিকা পালন করছে বৃক্ষ। আর বৃক্ষ রোপনের কাজটা খুবই সহজ। নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ দিতে প্রায়ই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ চারা বিতরণ করি। সোমবার বিষামনি উচ্চ বিদ্যালয়ে দুইশত চারা বিতরণ করেছি। শিক্ষার্থীরা চারা পেয়ে খুশি হয়েছে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে।
বিষামনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুপুর রানী সেন বলেন, আজ আমাদের স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থীরা বিভিন্ন জাতের গাছের চারা পেয়েছে। তারা অনেক খুশি মনে বাড়িতে চারাগুলো নিয়ে গেছে।আমাদের স্কুলেও আমরা অনেকগুলো চারা লাগিয়েছি। এধরনের কাজে শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার তাগিদ বাড়বে।