শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে পাঠাগার স্থাপন
- আপডেট সময় ০৩:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৭৪ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে পল হ্যারিস রোটারির উচ্চ বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করা হয়েছে।
শনিবার (২ সে্েটম্বর) বিকেলে শ্রীমঙ্গল পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় এ পাঠাগারের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সিলেট অঞ্চলের ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান এমপিএইচএফ।
শ্রীমঙ্গল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সুব্রত দাশ পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও রোটারিয়ান সামিনা ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান রিপন এমপিএইচএফ, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান হুমায়ুন কবির, রোটারিয়ান আতিকুল আম্বিয়া, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম, রোটারিয়ান শামসুল হক দীপু, রোটারিয়ান নাঈম সরফরাজ, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান রানা বণিক, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, রোটারিয়ান ইন্দিরা আচার্য, রোটারিয়ান সানজিদা আকতার, রোটারিয়ান ডালিয়া হক লাবনী।
এর আগে দুপুরে শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট অনু্ষ্িঠত হয়েছে। এ অনুষ্ঠানে নবাগত রোটারিয়ানদের ব্যাজপিন পড়িয়ে বরণ করে নেন প্রধান অতিথি।