ষ্টাফ রির্পোটার : র্যাব সপ্তাহ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবাষির্কী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল র্যাব-৯ এর উদ্যোগে দোয় মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১ জানুয়ারি) জুমার নামজ শেষে শ্রীমঙ্গল উপজেলার পি.জি.সি.বি জামে মসজিদে র্যাব ৯ এর কমান্ডার আহমেদ নোমান জাকীর নেতৃত্বে দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে র্যাব ৯ এর কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীসহ দেশে,জাতির ও পাশাপাশি এই ভাইরাসের কবল থেকে মুক্তির জন্য মোনাজাত ও দোয়া করা হয় ।
দোয়া পরিচালনা করেন, শ্রীমঙ্গল উপজেলার পি.জি.সি.বি জামে মসজিদে খতিব মাওলানা সেলিম আহমদ।
র্যাব সপ্তাহ উপলক্ষে সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যাগ নেয়া হয়েছে।