শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশন

- আপডেট সময় ০৮:৫২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৬৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশ।
বৃহস্পতিবার (১ ফেব্রয়ারী) বিকেলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্ল্যেখ্য যে, বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশন সামাজিক ও সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ তাদের ধারাবাহিক কর্মসূচীর একটি। এছাড়াও সংগঠনটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আর্থিকভাবে অস্বচ্ছল ও বেকার মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবী নারী হিসেবে প্রতিষ্ঠা করার ব্রত নিয়ে কাজ কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশন সভাপতি মিতালি দাস রানু বলেন, কেউ পিছনে থাকবে না, আমরা সকল নারীদের নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের মাধ্যমে সকলের সহযোগিতায় ২০২৪ সালে পাঁচ হাজার নারীকে কর্মজীবী হিসেবে প্রতিষ্টা করবো। মূলত: আমরা বর্তমান সরকারের লক্ষ্য ও দিকনির্দেশনা মূলক কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্টা করতে চাই।
সংগঠনের সভাপতি মিতালি দাস রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস, শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর শারমিন জাহান, অপরাজিতা সদর ইউনিয়নের সভাপতি ও সাবেক মহিলা মেম্বার পারভীন চৌধুরী, বাংলাদেম স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের খাইরুন নাহার লিপি, সুমি বেগম, শেফালী আক্তার, মালা কৈরীসহ সংগঠনের নেত্রীবৃন্দ।
