ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়ানের প্লাটুন কমান্ডার ইলিয়াসকে বিদায়ী সংবর্ধনা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ৩১৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর শ্রীমঙ্গল এর বিএইচএম,(প্লাাটুন কমান্ডার) ইলিয়াছ শেখ এর বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২৫ জুন) দুপুরে কালাপুরস্থ ২৪ আনসার ব্যাটালিয়ন এর দরবার হলে এ বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২৪ আনসার ব্যাটালিয়ন এর সহকারি পরিচালক তহিদুল ইসলাম এর সভাপতিত্বে ব্যাটালিয়নের পিসি,এপিসি ও শ্রীমঙ্গল পৌরসভার ৬নং ওয়ার্ড দলনেতা মো: আহছান উল্লাহ্ সুমন (পি ভি এম)সহ ব্যাটালিয় এর অন্যান্য পদবির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সহকারি পরিচালক বলেন, ওনারা এই দীর্ঘ কর্মময় জীবনে দেশ মাতৃকার সেবায় কাজ করে গেছেন। তাদের পরবর্তী কর্মস্থলে আরো দক্ষতার পরিচয় দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
পরে প্লাটুন কমান্ডার ইলিয়স শেখকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :