শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০২:২৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ২৮৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রতিরোধ মুলক সংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপ্রক শ্রীমঙ্গল সহসভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধূরী শিখার এর সভাপতিত্বে সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি এ.এন.এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলহাজ মো: আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সদস্য সাংবাদিক মো: কাওছার ইকবাল, সদস্য দিল আফরোজ বেগম ও সনাক টিআইবি সভাপতি ও দুপ্রক সহযোগী সদস্য দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
সভায় দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিরোধমুলক আন্দোলন জোরদার করার লক্ষ্যে উপজেলার প্রত্যোকটি ইউনিয়ন ও পৌরসভার স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সেবা প্রদানকারীদের নিয়ে মতিবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়।
