শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান শূন্য পদে নির্বাচন ২৭ জুলাই

- আপডেট সময় ০২:১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ৫০৭ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: আগামী ২৭ জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের শূন্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।
সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশন এই শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন। যাচাই-বাছাই ৩০ জুন।
আপিল ১-৩ জুলাই। আপিল নিষ্পত্তি ৪-৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ সময় ৭ জুলাই।
প্রতীক বরাদ্দ ৮ জুলাই। আর ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর পদত্যাগ করার জন্য এই পদটি শূন্য হয়।
