শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই বছর পর এবার ঈদগাহ গুলোতে মুসল্লীরা ঈদ জামাত আদায় করেন। গত দুই বছর করোনার প্রাদুর্ভাব থাকায় ঈদগাতে ঈদ জামাত পড়তে পারেননি মুসল্লিরা। এবার উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিতে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা।
মঙ্গলবার (৩ এপ্রিল) শ্রীমঙ্গলের কেন্দ্রীয় শাহী ঈদগাহে হাজার হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেন। জামাতে অংশ নিতে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লিরা হবিগঞ্জ রোডে শাহী ঈদগাহ মাঠে আসেন।
শাহী ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্টিত হয় সকাল ৭টা ১৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করেন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। জামাতে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশ নেয়। এছাড়া শহরের কয়েক হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেন।
পরে সকাল ৮টায় ও ৮টা ৪৫ মিনিটে আরো দুটি জামাত অনুষ্টিত হয়। এসময় ভেদাভেদ ভুলে রাজনৈতিক, সামাজিক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে শামিল হন।
ঈদের নামাজ শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
Leave a Reply