বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়পার্টির মহাসচিব এড. মো. মুজিবুল হক চুন্নুর সাথে শ্রীমঙ্গল উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এ মতবিনিময় করেন স্থানীয় নেতৃবৃন্দরা।
এসময় জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক এমপি মুমিন চৌধুরী বাবু, প্রেসিডিয়াম সদস্য এটিএম তাজ রহমান, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টিও সদস্য সচিব হাজী মো. কামাল হোসেন, সাবেক সাংগটনিক সম্পাদক মুহিবুল কাদির চৌধুরী পিন্টু, জেলা জাতীয় পার্টির সদস্য আজিবুল হোসেন সাজ্জাদ ও আব্দুল কায়ূম প্রমূখ।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির স্বপন মিয়া, তাজ উদ্দিন তাজু, তুলশী পদ ধর, খালেদ আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply