শ্রীমঙ্গল জুয়ার আসরে পুলিশের অভিযানে ৮ জুয়ারি গ্রেফতার
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ৫৫৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানার এসআই নাসির আহম্মদসহ শ্রীমঙ্গল থানার একটি বিশেষ টিম শ্রীমঙ্গল শহরের ইউনাইটেড আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ৮ জুয়ারিকে আটক করেন।
আটককৃতরা হলেন,কুতুব মিয়া (৪৫), পিতা-মৃত কাপাত উল্লাহ, সাং-কাজীর বাজার (বেকামোড়া), জনি আহম্মেদ (৩৪), পিতা-আঃ মতিন, সাং-কদমহাটা, সায়েদ আহম্মেদ (৫০), পিতা-মৃত আছকর উদ্দিন, সাং-গাছটিয়া, মোঃ টিপুল মিয়া (২৮), পিতা-এলাছ মিয়া, সাং-শাহবন্দর, সর্বথানা-মৌলভীবাজার সদর, মোঃ মোবারক মিয়া (২৭), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-পূর্বাশা (রেলওয়ে কলোনী), শাহ আলম (৩০), পিতা-মাশিদ মিয়া, সাং-কালাপুর, হেলন মিয়া (৩০), পিতা-আঃ হামিদ, সাং-সাইটুলা, মোঃ সুমন (৩৭), পিতা-আতিকুর রহমান, সাং-ভাগলপুর,সর্বথানা-শ্রীমঙ্গল।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় অবস্থিত ইউনাইটেড আবাসিক হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশে ৫০৪ নং রুমে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস এবং নগদ ৬৩০০/- টাকা জব্দ করা হয়।
আজ শনিবার সকালে আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)