শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্টিত
- আপডেট সময় ০৪:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ৭৫২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের ঐতিয্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের একটি রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী’র সভাপতিত্বে সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ও আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

















