ব্রেকিং নিউজ  
                            
                            শ্রীমঙ্গল ফিসারি থেকে ১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৮৫৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি:  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মাছের ফিসারি থেকে একটি ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামের মুসাব্বির আল মাসুদ এর মৎস্য ফিসারিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে বড় আকারের একটি অজগর সাপ দেখতে পান। বড় আকারের অজগর দেখে শ্রমিকরা অতঙ্কিত হয়ে
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেন।
ফিসারিতে বড় আকারের অজগর থাকার খবর পেয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল দ্রæত ফিসারিতে গিয়ে বিশালদেহী অজগরটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, উদ্ধারকরা অজগর সাপটি ১০ ফুট লম্বা এর ওজন ১৪ কেজি। অজগরটি কিছুটা অসুস্থ মনে হয়েছে। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুটা সুস্থ হলে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			


















