সংবাদকর্মীদের আমার সহকর্মী মনে করতাম…বিদায়ী জেলা প্রশাসক
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ৫২৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের মানুষের কথা কখনো ভুলবার মত নয়। আমি যেখানেই থাকিনা কেনো মৌলভীবাজারবাসী আমার স্বরণে থাকবে সব সময় সংবাদকর্মীদের আমার সহকর্মী মনে করতাম ।
বৃহস্পতিবার ( ২৩মার্চ ) প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে প্রীতি সম্মেলন বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসব কথা বলেন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম।
বিদায়ী জেলা প্এরশাসক আরো বলেন, জেলার প্রশাসক হিসেবে কাজ করতে পেরে আমি গর্বিত বিশেষ করে সংবাদকর্মীরা আমার সাথে ছিলো সব সময় ।আমার সাথে যেভাবে সবাই সম্মিলিত ভাবে জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগীতা করে গেছেন ,আমি আশা করি নবাগত প্রশাসক হিসেবে যিনি যোগদান করবেন মৌলভীবাজারবাসী তার পাশে থেকে জেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে ফুল দিয়ে বরন করে নেন প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল।
অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কে সম্মাননাস¥ারক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবিন্দরা।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)