ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আগামী নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে কুয়াশা ভেদ করে দৌড়: প্রকৃতির কোলে রাজকান্দি হিল ২৫কে ম্যারাতন —– বিজিত দত্ত সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার প্রাথমিক শিক্ষার্থীদের সংবর্ধনা ২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান, মাঠ পরিদর্শনে জেলা বিএনপি ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি কোটচাঁদপুরে ভোটদানে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক টাকা আত্মসাতের অভিযোগ বৈষম্য বিরোধী নেতার কোটচাঁদপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচারণবিধি ও গণভোট সম্পর্কিত জনসাধারণকে অবহিতকরণ সভা বাংলাদেশের প্রথম হেলথ হ্যাকাথন আসছে সিলেট

সফলতা পেয়েছে মৌলভীবাজারের হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / ২২২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সাফল্য এসেছে অন্যান্য বিভাগেও।
এই ফলাফল বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৮ নভেম্বর) সারাদেশ এক যোগে এসএসসি ২০২২-এর ফলাফল বের হয়।

ফলাফলে দেখা যায়- হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২৬ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২৬ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। ‘এ’ গ্রেড পেয়েছেন ১৬ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ৩ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছেন ৩ জন।

সর্বশেষ ছয় বছর আগে ২০১৬ সালে বিদ্যালয়ের ইতিহাসে প্রথম জিপিএ-৫ পেয়েছিল ১৪ জন শিক্ষার্থী। এরপর দীর্ঘ ৬ বছর আর কোনো জিপিএ-৫ পায়নি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী।

বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৪০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ৩৬ জন। ফেল করেছে চারজন। পাসের হার ৯০ শতাংশ। যদিও ‘এ প্লাস’ নেই। তবে ‘এ’ পেয়েছে ১২ জন, ‘এ মাইনাস’ পেয়েছে ১২ জন। ‘বি’ পেয়েছে ৩ জন এবং ‘সি’ পেয়েছে ৩ জন।

মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১১০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধে পাস করেছে ৮৩ জন। ফেল করেছে ২৭ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৫ শতাংশ। ‘এ প্লাস’ নেই। ‘এ’ পেয়েছে ৯ জন, ‘এ মাইনাস’ পেয়েছে ১৭ জন। ‘বি’ পেয়েছে ২৮ জন, ‘সি’ পেয়েছে ৩ জন এবং ‘ডি’ পেয়েছে ৩ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষায় সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, ‘অনলাইনে ভর্তি প্রক্রিয়া হওয়ায় কয়েকজন মেধাবী শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এছাড়া নিবন্ধনকৃত ও প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন শিক্ষকও নিয়োগ হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান লেখাপড়ার মান উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। অন্যান্য শিক্ষকরাও চেষ্টা করছেন। যে কারণে এবার অন্য বছরের তুলনায় ভালো ফলাফল এসেছে।

হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন করতে। সেজন্য প্রশিক্ষিত শিক্ষক এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান দরকার। সে বিষয়ে চেষ্টা চলছে। অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সফলতা পেয়েছে মৌলভীবাজারের হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সাফল্য এসেছে অন্যান্য বিভাগেও।
এই ফলাফল বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২৮ নভেম্বর) সারাদেশ এক যোগে এসএসসি ২০২২-এর ফলাফল বের হয়।

ফলাফলে দেখা যায়- হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ২৬ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২৬ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। ‘এ’ গ্রেড পেয়েছেন ১৬ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ৩ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছেন ৩ জন।

সর্বশেষ ছয় বছর আগে ২০১৬ সালে বিদ্যালয়ের ইতিহাসে প্রথম জিপিএ-৫ পেয়েছিল ১৪ জন শিক্ষার্থী। এরপর দীর্ঘ ৬ বছর আর কোনো জিপিএ-৫ পায়নি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী।

বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ৪০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ৩৬ জন। ফেল করেছে চারজন। পাসের হার ৯০ শতাংশ। যদিও ‘এ প্লাস’ নেই। তবে ‘এ’ পেয়েছে ১২ জন, ‘এ মাইনাস’ পেয়েছে ১২ জন। ‘বি’ পেয়েছে ৩ জন এবং ‘সি’ পেয়েছে ৩ জন।

মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১১০ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধে পাস করেছে ৮৩ জন। ফেল করেছে ২৭ জন। পাসের হার ৭৫ দশমিক ৪৫ শতাংশ। ‘এ প্লাস’ নেই। ‘এ’ পেয়েছে ৯ জন, ‘এ মাইনাস’ পেয়েছে ১৭ জন। ‘বি’ পেয়েছে ২৮ জন, ‘সি’ পেয়েছে ৩ জন এবং ‘ডি’ পেয়েছে ৩ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পরীক্ষায় সবচেয়ে বেশি খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম বলেন, ‘অনলাইনে ভর্তি প্রক্রিয়া হওয়ায় কয়েকজন মেধাবী শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়েছে। এছাড়া নিবন্ধনকৃত ও প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন শিক্ষকও নিয়োগ হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান লেখাপড়ার মান উন্নয়নে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। অন্যান্য শিক্ষকরাও চেষ্টা করছেন। যে কারণে এবার অন্য বছরের তুলনায় ভালো ফলাফল এসেছে।

হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন করতে। সেজন্য প্রশিক্ষিত শিক্ষক এবং আধুনিক পদ্ধতিতে পাঠদান দরকার। সে বিষয়ে চেষ্টা চলছে। অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত।