ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও কেজি স্কুলের মেধা পরীক্ষা অনুষ্ঠিত ৮ নভেম্বর বিল্পব সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ মাওলানা আব্দুল হান্নান আ র নে ই শ্রীমঙ্গলে ছদ্মবেশে স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারি গ্রে ফ তা র আমেরিকার আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কুলাউড়ার সোহেলের জয় মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস ২০২৫ পালিত শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি কোটচাঁদপুরে ঋণ প্রদান কারি প্রতিষ্ঠানের কারসাজি বেকায়দায় স্কুল শিক্ষক খাইরুল ইসলাম  রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

সাংবাদিক ইদ্রিস আলীর উপর পরিকল্পিত হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, হা/ম/লাকারীদের গ্রে/প্তা/রের দাবী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ১৫৯ বার পড়া হয়েছে

সাংবাদিক ইদ্রিস আলীর উপর পরিকল্পিত হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, হা/ম/লাকারীদের গ্রে/প্তা/রের দাব

দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এম ইদ্রিস আলীর  ওপর পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে এবং মিথ্যা অপবাদ দিয়ে চালানো বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ নভেম্বর দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, শুক্রবার ১ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় সাংবাদিক ইদ্রিস আলী তাঁর পরিবারের সদস্য (স্ত্রী)-কে নিয়ে স্ত্রীর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাঁর উপর নৃশংস হামলা চালায়।

হামলাকারীরা তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ‘পরকীয়ার মিথ্যা অপবাদ’ দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আহাদ মিয়া, মানবজমিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল, আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, জনবাণী পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি অন্তর মিয়া, ভোরের দর্পণ-এর জেলা প্রতিনিধি জাফর আহমেদ সহ অন্যন্যরা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের জের ধরেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটানো হয়েছে। তাঁরা এই হামলাকে  স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে উল্লেখ করেন।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিক এম ইদ্রিস আলীর নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই তাঁর উপর এই হামলা হয়েছে। এটি কেবল একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্য প্রকাশের কণ্ঠরোধের অপচেষ্টা।

প্রতিবাদকারীরা বলেন, আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা—আমরা কোনোভাবেই তা মেনে নেব না।

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্য বক্তারাও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

প্রধান দাবিসমূহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আহত সাংবাদিক ইদ্রিস আলীর সুচিকিৎসা ও তাঁর পরিবারের নিরাপত্তা প্রদান। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়নের দাবী করেন।

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সমাবেশ থেকে বক্তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক ইদ্রিস আলীর উপর পরিকল্পিত হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, হা/ম/লাকারীদের গ্রে/প্তা/রের দাবী

আপডেট সময় ০৫:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

সাংবাদিক ইদ্রিস আলীর উপর পরিকল্পিত হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, হা/ম/লাকারীদের গ্রে/প্তা/রের দাব

দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এম ইদ্রিস আলীর  ওপর পরিকল্পিতভাবে প্রাণনাশের উদ্দেশ্যে এবং মিথ্যা অপবাদ দিয়ে চালানো বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ নভেম্বর দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা, সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, শুক্রবার ১ নভেম্বর রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটের সময় সাংবাদিক ইদ্রিস আলী তাঁর পরিবারের সদস্য (স্ত্রী)-কে নিয়ে স্ত্রীর নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় বহিরাগত একদল সন্ত্রাসী তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাঁর উপর নৃশংস হামলা চালায়।

হামলাকারীরা তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ‘পরকীয়ার মিথ্যা অপবাদ’ দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আহাদ মিয়া, মানবজমিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি জামাল, আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, জনবাণী পত্রিকার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি অন্তর মিয়া, ভোরের দর্পণ-এর জেলা প্রতিনিধি জাফর আহমেদ সহ অন্যন্যরা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের জের ধরেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটানো হয়েছে। তাঁরা এই হামলাকে  স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত বলে উল্লেখ করেন।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিক এম ইদ্রিস আলীর নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণেই তাঁর উপর এই হামলা হয়েছে। এটি কেবল একজন সাংবাদিকের উপর আক্রমণ নয়, বরং সত্য প্রকাশের কণ্ঠরোধের অপচেষ্টা।

প্রতিবাদকারীরা বলেন, আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। সাংবাদিক ইদ্রিস আলীর উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা—আমরা কোনোভাবেই তা মেনে নেব না।

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্য বক্তারাও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।

প্রধান দাবিসমূহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। আহত সাংবাদিক ইদ্রিস আলীর সুচিকিৎসা ও তাঁর পরিবারের নিরাপত্তা প্রদান। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়নের দাবী করেন।

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সমাবেশ থেকে বক্তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।