সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আটক

- আপডেট সময় ০৯:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
- / ১৭০ বার পড়া হয়েছে

সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমেদকে আটক করেছে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রিকুইজিশনে আটক করা হয়েছে।
বিকেলে তাকে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে। এখন তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
