সালমান শাহর অভাব অনুভব করছেন দীঘি
- আপডেট সময় ০৯:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৪ বার পড়া হয়েছে
১৯৯৬ সালে ২৪ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেন নায়ক সালমান শাহ। তার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। সালমান শাহর মৃত্যু এখনো রহস্যে ঘেরা। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে খুব অল্প সময়েই সালমান শাহ যে মানের কাজ করেছেন, তাতে এখনো তরুণ প্রজন্মের নায়ক-নায়িকাদের আদর্শ হয়ে আছেন তিনি।
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘সালমান শাহ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অনন্য রত্ন, যিনি তার অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন। তার প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য ছিল একেকটি জীবন্ত অনুভূতি, যা আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের অভিজ্ঞতা ভাগাভাগি করেছিল ।