ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৪০৫ বার পড়া হয়েছে

সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার (১৯ নভেম্বর) ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সিলেটে রেজিস্ট্রেমনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা ও বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপনসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বিষয়টি বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছে সংগঠনটির একজন শীর্ষ নেতা।

তিনি জানান- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবো। এ কর্মসূচি পূর্ব নির্ধারিত বলে জানান তিনি।

এদিকে, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ।

গণসমাবেশ উপলক্ষে গত ১৫ দিন ধরে মাদরাসা মাঠে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠ প্রস্তুত ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিলেট বিএনপি সূত্র।

বুধবার (১৬ নভেম্বর) আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়- মঞ্চ তৈরির কাজ চলছে। তৈরি করা হচ্ছে ৭০ ফুট লম্বা ৩০ ফুট প্রশস্ত মঞ্চ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ঘোষণা আসলো সিলেটে পরিবহন ধর্মঘটের।

তবে এ বিষয়ে সিলেট বিএনপির নেতার বলছেন- দেশের যত বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতে আগে থেকে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হওয়ার আশঙ্কা আমরা আগে থেকেই করেছি। তবে কোনো বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পরবে না।

তারা বলেন, সব বাধা ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ করবেন তারা। চার লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। গণসমাবেশে যথা সময়ে যথারীতি হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে বিএনপির সমাবেশের দিন পরিবহন ধর্মঘট

আপডেট সময় ০১:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার (১৯ নভেম্বর) ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

সিলেটে রেজিস্ট্রেমনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা ও বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপনসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বিষয়টি বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছে সংগঠনটির একজন শীর্ষ নেতা।

তিনি জানান- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবো। এ কর্মসূচি পূর্ব নির্ধারিত বলে জানান তিনি।

এদিকে, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর (শনিবার) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ।

গণসমাবেশ উপলক্ষে গত ১৫ দিন ধরে মাদরাসা মাঠে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠ প্রস্তুত ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিলেট বিএনপি সূত্র।

বুধবার (১৬ নভেম্বর) আলিয়া মাদরাসা মাঠে গিয়ে দেখা যায়- মঞ্চ তৈরির কাজ চলছে। তৈরি করা হচ্ছে ৭০ ফুট লম্বা ৩০ ফুট প্রশস্ত মঞ্চ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ঘোষণা আসলো সিলেটে পরিবহন ধর্মঘটের।

তবে এ বিষয়ে সিলেট বিএনপির নেতার বলছেন- দেশের যত বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতে আগে থেকে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হওয়ার আশঙ্কা আমরা আগে থেকেই করেছি। তবে কোনো বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পরবে না।

তারা বলেন, সব বাধা ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ করবেন তারা। চার লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। গণসমাবেশে যথা সময়ে যথারীতি হবে।