সিলেট অঞ্চলে বন্যা পূনর্বাসন ১৬ লক্ষ টাকা বিতরন করল বাহরাইন প্রবাসী সংগঠন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১১:২৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / ৩৯৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধিঃ সিলেট অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনের জন্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরণ করেছে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন।
শুক্রবার বিকালে মৌলভীবাজার পৌর শহরের মনসুন চায়নিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফ এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জসিম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মৌলভীবাজা সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউর রহমান টিপু, সংগঠনের উপদেষ্ঠা মোজাহিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি ও উবায়দুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত মানুষের পূনর্বাসনের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর হাতে ১০ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। অবশিষ্ট টাকা মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত মানুষের কাছে বিতরণের জন্য সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বাহরাইন প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)