ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট জেলা বিএনপির সম্মেলন মঙ্গলবার: কে আসছেন নেতৃত্বে?

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৪৫৬ বার পড়া হয়েছে

স্থগিত হওয়া সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হবে । ৩ পদে লড়াই করবেন ৯ নেতা। ১৮টি ইউনিটের ১৮১৮ ভোটার প্রত্যক্ষ ভোটে নির্বাচন করবেন তাদের আগামীর নেতৃত্ব। তবে কারা আসছেন নতুন নেতৃত্বে সেটা ভোটারদের ভোটে প্রমাণিত হবে। সম্মেলন ঘিরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। সম্মেলনের নতুনস্থল সিলেট রেজিস্ট্রি মাঠের আশপাশ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছড়িয়ে গেছে।

জানা যায়, সর্বশেষ ২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে আবুল কাহের শামীম সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা আলী আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে এই কমিটি বিলুপ্ত করে কামরুল হুদা জায়গিরদারকে আহ্বায়ক করে আরও ১৮ জনকে সদস্য রেখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন আড়াই বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল জাতীয়তাবাদী দলের কার্যক্রম। জেলা বিএনপি নেতাদের মতে, করোনাসহ নানা কারণে সম্মেলন ও কাউন্সিল করা হয়নি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ইউনিটের সম্মেলন ও কাউন্সিল শেষ করার পর ২১ মার্চ সিলেট জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

কাউন্সিল পরিচালনার লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফারকে প্রধান নির্বাচন কমিশনের করে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদাকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন যথাসময়ে সম্মেলনের করার লক্ষ্যে কাজ করলেও অজ্ঞাত কারণে আগের দিন ২০ মার্চ হঠাৎ করে তা স্থগিত করা হয়। দলের একাধিক সূত্র জানিয়েছিল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের কর্তৃত্ব কমাতে কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আর আরিফুলের নিশ্চিত বিজয় ঠেকাতে কেন্দ্রকে দিয়ে কাউন্সিল স্থগিত করিয়েছিলেন খন্দকার মুক্তাদির।

সভায় প্রার্থীদের নমিনেশন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

অবশেষে গত বৃহস্পতিবার নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সম্মেলন সিলেটের আলিয়া মাঠে হওয়ার কথা থাকলেও ২৯ মার্চ বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার মধ্যকার ফিফা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে সম্মেলনের নতুনস্থল নির্ধারণ করা হয়।

সম্মেলন ও কাউন্সিলের সকল কার্যক্রম শেষ হয়েছে বলে মুঠোফোন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন। সাবেক এ সাংসদ জানান, ‘সকাল ১০ টায় সম্মেলন শুরু হবে, তার উদ্বোধন করবেন ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা আর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দলের জাতীয় ও আঞ্চলিক অনেক নেতাকে দাওয়াত করা হয়েছে।’

“সম্মেলনকে ঘিরে তৃণমূলে বেশ আগ্রহ দেখা দিচ্ছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান তিনি।”

কেমন নেতৃত্বে আসতে পারে এমন প্রশ্নের জবাবে মিলন বলেন,‘সম্পুর্ণ গনতান্ত্রিক ভাবে কাউন্সিল হবে। ১৮ টি ইউনিটের ১৮১৮ কাউন্সিলর তাদের আগামীর নেতৃত্ব ঠিক করবেন।’

এক প্রশ্নের জবাবে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ বিএনপি নেতা বলেন, ‘এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমাদের কোনো ধরনের বাঁধা দেয়া হয়নি। আশা করি তারা আমাদের সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যে তাদের কাছে আমাদের সম্মেলনের ব্যাপারে জানানো হয়েছে। আমরা প্রশাসন, সাংবাদিক ও নেতাকর্মীদের কাছ থেকে সফল ও শান্তিপূর্ণ সম্মেলন করতে সহযোগিতা চাচ্ছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট জেলা বিএনপির সম্মেলন মঙ্গলবার: কে আসছেন নেতৃত্বে?

আপডেট সময় ০১:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

স্থগিত হওয়া সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হবে । ৩ পদে লড়াই করবেন ৯ নেতা। ১৮টি ইউনিটের ১৮১৮ ভোটার প্রত্যক্ষ ভোটে নির্বাচন করবেন তাদের আগামীর নেতৃত্ব। তবে কারা আসছেন নতুন নেতৃত্বে সেটা ভোটারদের ভোটে প্রমাণিত হবে। সম্মেলন ঘিরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। সম্মেলনের নতুনস্থল সিলেট রেজিস্ট্রি মাঠের আশপাশ ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছড়িয়ে গেছে।

জানা যায়, সর্বশেষ ২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে আবুল কাহের শামীম সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা আলী আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালে এই কমিটি বিলুপ্ত করে কামরুল হুদা জায়গিরদারকে আহ্বায়ক করে আরও ১৮ জনকে সদস্য রেখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন আড়াই বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল জাতীয়তাবাদী দলের কার্যক্রম। জেলা বিএনপি নেতাদের মতে, করোনাসহ নানা কারণে সম্মেলন ও কাউন্সিল করা হয়নি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ইউনিটের সম্মেলন ও কাউন্সিল শেষ করার পর ২১ মার্চ সিলেট জেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

কাউন্সিল পরিচালনার লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গাফফারকে প্রধান নির্বাচন কমিশনের করে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজামাল নুরুল হুদাকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন যথাসময়ে সম্মেলনের করার লক্ষ্যে কাজ করলেও অজ্ঞাত কারণে আগের দিন ২০ মার্চ হঠাৎ করে তা স্থগিত করা হয়। দলের একাধিক সূত্র জানিয়েছিল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের কর্তৃত্ব কমাতে কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আর আরিফুলের নিশ্চিত বিজয় ঠেকাতে কেন্দ্রকে দিয়ে কাউন্সিল স্থগিত করিয়েছিলেন খন্দকার মুক্তাদির।

সভায় প্রার্থীদের নমিনেশন ফরম ও ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

অবশেষে গত বৃহস্পতিবার নতুন করে সম্মেলনের তারিখ ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সম্মেলন সিলেটের আলিয়া মাঠে হওয়ার কথা থাকলেও ২৯ মার্চ বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার মধ্যকার ফিফা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে সম্মেলনের নতুনস্থল নির্ধারণ করা হয়।

সম্মেলন ও কাউন্সিলের সকল কার্যক্রম শেষ হয়েছে বলে মুঠোফোন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন। সাবেক এ সাংসদ জানান, ‘সকাল ১০ টায় সম্মেলন শুরু হবে, তার উদ্বোধন করবেন ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা আর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি দলের জাতীয় ও আঞ্চলিক অনেক নেতাকে দাওয়াত করা হয়েছে।’

“সম্মেলনকে ঘিরে তৃণমূলে বেশ আগ্রহ দেখা দিচ্ছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান তিনি।”

কেমন নেতৃত্বে আসতে পারে এমন প্রশ্নের জবাবে মিলন বলেন,‘সম্পুর্ণ গনতান্ত্রিক ভাবে কাউন্সিল হবে। ১৮ টি ইউনিটের ১৮১৮ কাউন্সিলর তাদের আগামীর নেতৃত্ব ঠিক করবেন।’

এক প্রশ্নের জবাবে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ বিএনপি নেতা বলেন, ‘এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমাদের কোনো ধরনের বাঁধা দেয়া হয়নি। আশা করি তারা আমাদের সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যে তাদের কাছে আমাদের সম্মেলনের ব্যাপারে জানানো হয়েছে। আমরা প্রশাসন, সাংবাদিক ও নেতাকর্মীদের কাছ থেকে সফল ও শান্তিপূর্ণ সম্মেলন করতে সহযোগিতা চাচ্ছি।’